Gold Rate Today | ফের হলুদ ধাতুর দাম ঊর্ধ্বমুখী, চড়েছে রুপোর দামও, আজকের দর কত?

Saturday, November 1 2025, 5:52 am
highlightKey Highlights

দুই মূল্যবান ধাতুর দামে ওঠানামা চলছেই। শেষ একদিনে সোনা ও রুপোর দামে ফের বৃদ্ধি হয়েছে।


শনিবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে) পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ২১ হাজার ৫৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ২২ হাজার ১৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৫৫০ টাকা। হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ১৬ হাজার ১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)। ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৫৫০ টাকা। রুপো (খুচরো): ১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা (প্রতি কেজি)। শনিবার প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৫ হাজার ৫০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File