Gold Price Today | সপ্তাহান্তে দাম বাড়লো সোনার, পিছিয়ে নেই রুপোও! একনজরে দেখে নিন আজকের দর

Sunday, November 23 2025, 5:51 pm
highlightKey Highlights

বিয়ের মরসুম পড়তেই সোনার-রুপো দুই ধাতুর দাম বাড়ল (Gold Price)। রবিবার এক ধাক্কায় দাম বাড়ল সোনার।


আজ, ২৩ নভেম্বর কলকাতায় হলমার্ক সোনার দাম উর্দ্ধমুখী। রবিবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৪৮৫ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৪৮৫০ টাকা। প্রতি গ্রামে ১৭৫ টাকা করে দাম বেড়েছে। রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১১৮৬৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দামও এদিন বেড়ে হয়েছে ১১৮৬৫০ টাকা। একদিনে প্রতি গ্রামে ১৬৫ টাকা বেড়েছে দাম। রবিবার ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৫০৫ টাকা। ২৮৫ টাকা দাম বেড়েছে। ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ১৫৫০৫০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File