Gold Price Today | ফের দর বাড়ালো হলুদ ধাতু, বিয়ের মরশুমে কপালে ভাঁজ মধ্যবিত্তের

Saturday, November 29 2025, 4:56 am
Gold Price Today | ফের দর বাড়ালো হলুদ ধাতু, বিয়ের মরশুমে কপালে ভাঁজ মধ্যবিত্তের
highlightKey Highlights

সোনার দাম ফের বাড়ল। বিয়ের মরশুম পড়তেই সোনার দামে ওঠানামা শুরু হয়েছে।


মাসের শেষে দাম বাড়লো সোনার। পিছিয়ে নেই রুপোও। শনিবার ২৯ নভেম্বর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১,২১,০৫০ টাকা। ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শনিবার ১,২৭,৩৫০ টাকা। ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম হয়েছে শনিবার ১,২৬,৭০০ টাকা। রুপোর দামও উর্দ্ধমুখী। শনিবার ২৯ নভেম্বর ১ কেজি খুচরো রুপোর দাম হয়েছে ১,৬৪,৯০০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম শনিবার ১,৬৪,৮০০ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File