Durga Puja 2024 | অষ্টমীতে দূর্গাকে ভোগে দেওয়া হয় আটটি গলদা চিংড়ি, গোলা বাড়ির পুজোয় একাধিক রীতি

Monday, September 30 2024, 2:18 pm
highlightKey Highlights

দুর্গাপুজোর অষ্টমীতে মা'কে আটটি গলদা চিংড়ি ভোগ দেওয়ার রীতি রয়েছে উদয়নারায়ণপুরের গজা গ্রামের গঙ্গোপাধ্যায় পরিবারের গোলা বাড়ির পুজোয়।


দুর্গাপুজোর অষ্টমীতে মা'কে আটটি গলদা চিংড়ি ভোগ দেওয়ার রীতি রয়েছে উদয়নারায়ণপুরের গজা গ্রামের গঙ্গোপাধ্যায় পরিবারের গোলা বাড়ির পুজোয়। পুজোর আগে বাজার থেকে বড় সাইজের জ্যান্ত গলদা কিনে বাড়ির পুকুরে ছাড়া হয়। অষ্টমীতে পুকুরে জাল ফেলে ওই চিংড়ি ধরে ভোগ দেওয়া হয় দুর্গাকে। এই পুজো এবার ১৭৬ তম বর্ষে পদার্পণ করবে। এবাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য, পুজোর কাজকর্ম এবং বলিদান পরিবারের সদস্যদেরই করতে হয়। প্রতিদিন খিচুড়ি, পায়েস সহ আট রকম ভোগ দেওয়ার রীতি। অষ্টমীতে গলদা চিংড়ি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File