Govinda Shot | গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা, ভর্তি হাসপাতালে
Tuesday, October 1 2024, 5:03 am
 Key Highlights
Key Highlightsমুম্বাইয়ের অভিনেতা গোবিন্দা নিজের বন্দুক থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে।
গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। সূত্রের খবর, তাঁর নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তাঁর পায়ে। মঙ্গলবার , ভোর পৌনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। গুলি তাঁর হাঁটুতে লেগেছে। জানা গিয়েছে, সেই সময় অভিনেতা রাজনীতিবিদ কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে, সেটি তাঁর হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তাঁর পায়ের হাঁটুতে লাগে। বর্তমানে মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে।

 
 