Cristiano Ronaldo | টানা ২৪ বছর গোল! পেনাল্টি থেকে গোল করে নতুন বছরে রেকর্ড গড়লেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো

Friday, January 10 2025, 11:35 am
highlightKey Highlights

সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে আল আখদৌদের বিরুদ্ধে খেলতে নেমে তিনি গোল করে রেকর্ড তৈরি করলেন।


নতুন বছরে নতুন রেকর্ড করলেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে আল আখদৌদের বিরুদ্ধে খেলতে নেমে তিনি গোল করে রেকর্ড তৈরি করলেন। এটা তাঁর কেরিয়ারের ৯১৭ তম গোল। এই গোল করে টানা ২৪ বছর গোল করার রেকর্ড তৈরি করলেন রোনাল্ডো। অর্থাৎ, ২০০১ সাল থেকে প্রত্যেক বছর তিনি গোল করলেন। কেবল ২০২৪ সালেই তিনি ৪৩টা গোল করেন। এদিন আল আখদৌদকে আল নাসের ৩:১ গোলে পরাস্ত করে। ম্যাচে ৪২ মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটা করেন রোনাল্ডো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File