দেশ

Goa Fire Accident | ক্লাবে আগুন লাগতেই থাইল্যান্ড পালিয়েছিল! লুথরা ব্রাদার্সের জামিন খারিজ আদালতের

Goa Fire Accident | ক্লাবে আগুন লাগতেই থাইল্যান্ড পালিয়েছিল! লুথরা ব্রাদার্সের জামিন খারিজ আদালতের
Key Highlights

দিল্লি হাইকোর্ট তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় অনুমান, দেশে ফিরলেই তাঁদের গ্রেপ্তার করতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিজেদের ক্লাবে আগুন লাগার খবর পেতেই থাইল্যান্ডের টিকিট কাটেন নাইটক্লাবের মালিক লুথরা ব্রাদার্স। বুধবার তাঁদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে ফুকেটে তাঁদের আটক করার খবর আসে। এরপরই আইনজীবীর মারফত দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন লুথরা ভাইয়েরা। আগাম জামিনের আবেদন জানিয়েছিল সৌরভ এবং গৌরব লুথরা। আদালতে তাঁদের আইনজীবী দাবি করেন, দুই ভাইই ব্যবসায়ী। তাঁরা কারোর টাকা লুট করে পালায়নি। যদিও জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। এখন তাঁদের দেশে আনার প্রস্তুতি চলছে।