খেলাধুলা

Glenn Maxwell | IPL থেকে অবসর নিচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল? কী জানালেন অজি ক্রিকেটার?

Glenn Maxwell | IPL থেকে অবসর নিচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল? কী জানালেন অজি ক্রিকেটার?
Key Highlights

মঙ্গলবার নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন গ্লেন ম্যাক্সওয়েল। ইঙ্গিত দিলেন IPL কেরিয়ারে ইতি টানার।

নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে ম্যাক্সওয়েল জানালেন, ‘IPL-এ অনেক বছর খেলার পরে সিদ্ধান্ত নিয়েছি এই বছরের নিলামে নাম নথিভুক্ত না করার। এটা খুবই বড় সিদ্ধান্ত। তবে এই টুর্নামেন্ট আমাকে যা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে IPL। বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলা, দারুণ সব ফ্র্যাঞ্চাইজ়ির প্রতিনিধিত্ব করা এবং সমর্থকদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই চ্যালেঞ্জ এবং ভারতে খেলার সমস্ত স্মৃতি সারা জীবন থেকে যাবে আমার সঙ্গে। এত বছরের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি শীঘ্রই দেখা হবে।’