দেশদেশজুড়ে জল্পনা! 'জামাকাপড় সহ শিশুর স্তনে হাত দিলে তা যৌন নিগ্রহ নয়'- রায় বোম্বে হাই কোর্টের
১২ বছরের একটি কিশোরীর যৌন হেনস্তা নিয়ে শুনানির রায় দিতে গিয়ে বোম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চার বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা জানান, জামাকাপড় না খুলে, যদি কোনো নাবালিকার স্তনে হাত দেওয়া হয় তাহলেও সেটি যৌন নিগ্রহের আওতায় পড়বে না এবং তা প্রমান করতে হলে 'শারীরিক সংস্পর্শ হয়েছে' এমন কিছু প্রমান প্রয়োজন। তাঁর মতে, পকসো আইনের (POCSO Act) ৭ নং ধারানুযায়ী তিনি এই রায় দিয়েছেন। অতঃপর গোটা দেশজুড়ে শিশু অধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি অনেক বিচারপতি, আইনজীবীদের কথায় এমন অদ্ভূত রায় নিজের কর্মজীবনে দেখেনি।