Isha Foundation | দীক্ষা দেওয়ার সময় খোলা হয় মেয়েদের ঊর্ধ্বাঙ্গের কাপড়! সদগুরু-প্রদ্যূতার ইমেল কথোপকথন নিয়ে চাঞ্চল্য!

Friday, February 28 2025, 9:26 am
highlightKey Highlights

আশ্রমে 'নাবালক মেয়েদের সঙ্গে অসদাচরণ নিয়ে আগেও অভিযোগ সামনে আসে। এবার এই নিয়ে সম্প্রতি বেশ কিছু ইমেল সামনে এসেছে।


নতুন করে বিতর্কের মুখে সদগুরু জগ্গি বাসুদেবের 'ইশা ফাউন্ডেশন'। আশ্রমে 'নাবালক মেয়েদের সঙ্গে অসদাচরণ নিয়ে আগেও অভিযোগ সামনে আসে। এবার এই নিয়ে সম্প্রতি বেশ কিছু ইমেল সামনে এসেছে। ইশা ফাউন্ডেশনে'র মা প্রদ্যূতা এবং সদগুরুর মধ্যে চালাচালি ইমেলের কথোপকথন অনুযায়ী, আশ্রমে ব্রহ্মচর্যের দীক্ষা দেওয়ার সময় মেয়েদের ঊর্ধ্বাঙ্গের কাপড় খুলে ফেলতে বলা হতো। এই ঘটনা প্রকাশ্যে চলে আসার আশঙ্কায় প্রদ্যূতা এই নিয়ম পরিবর্তন করার আবেদন জানিয়ে ইমেল পাঠান সদগুরুর কাছে। নিয়ম পরিবর্তন করার কথা মেনেও নেন সদগুরু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File