Civil Service । ইউটিউব দেখেই বাজিমাত! সিভিল সার্ভিস পাশ করলেন ওড়িশার তরুণী
ইউটিউব থেকে পড়ে সিভিল সার্ভিসে ৫৯৬ র্যাঙ্ক ওড়িশার 'বোন্দা' সম্প্রদায়ের তরুণীর।
ইউটিউবের সাহায্যে পড়াশোনা করে সিভিল সার্ভিস উৎরালেন ওড়িশার 'বোন্দা' সম্প্রদায়ের মেধাবী তরুণী 'বিনি মুরুলি'। ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষায় ৫৯৬ র্যাঙ্ক হয়েছে তার। 'বোন্দা' সম্প্রদায় থেকে বিনিই প্রথম এত উচ্চপদের চাকরি পেলেন। তার মা অঙ্গনওয়াড়ি কর্মী, বাবা রান্নার কাজ করেন। সরকারি চাকরির মতো কঠিন পরীক্ষা পাশ করার জন্য ইন্টারনেট থেকেই স্টাডি মেটিরিয়াল জোগাড় করতেন ওড়িশার খেমাগুড়ার বাসিন্দা বিনি। প্রসঙ্গত, ২০২০ সালে বিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন, তবে সেবারে তিনি অকৃতকার্য হন।