Gujarat | জীবন বাজি রেখে বাঘের মুখ থেকে ছেলেকে উদ্ধার বৃদ্ধ-র! গুজরাটের ঘটনায় চাঞ্চল্য
Thursday, January 29 2026, 5:26 pm

Key Highlightsবৃহস্পতিবার দুপুরে গাংদা গ্রামের উপকণ্ঠে এক ক্ষুধার্ত লেপার্ড হানা দিয়েছিল ওই এলাকায়।
লেপার্ডের মরণকামড় থেকে ছেলেকে বাঁচালেন বৃদ্ধ বাবা। বৃহস্পতিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাটের গির সোমনাথ জেলায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম বাবু ভাজা। এদিন দুপুরে নিজের বাড়ির বারান্দাতেই বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আচমকা একটি লেপার্ড এসে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। বাবার আর্তনাদ শুনে বেরিয়ে আসে তাঁর ছেলে। বাবাকে ফেলে ছেলেটির ওপরে হামলা চালায় হিংস্র লেপার্ডটি। বল্লম ও কাস্তের আঘাতে বাঘটিকে খতম করে ছেলেকে উদ্ধার করেন ওই বৃদ্ধ।


