New Digha | নিউ দিঘার নয়া আকর্ষণ! দুবাই বা বালিতে নয়, এবার ‘জায়ান্ট সুইং' বাংলায়
Tuesday, November 5 2024, 11:04 am
Key Highlightsএটি মূলত দোলনা, তবে উচ্চতা অনেকটাই বেশি হওয়ায় রোমাঞ্চের স্বাদ মেলে।
‘জায়ান্ট সুইং’ এর মজা নিতে আর যেতে হবে না দুবাই, বালিতে। এবার নিউ দিঘায় ‘ঢেউ সাগরে’ এই আধুনিক দোলনা তৈরি হয়েছে। এটি মূলত দোলনা, তবে উচ্চতা অনেকটাই বেশি হওয়ায় রোমাঞ্চের স্বাদ মেলে। বেসরকারিভাবেই এই উদ্যোগ। এই উঁচু দোলনায় চড়তে পর্যটকদের জন্য ১০০ টাকা টিকিট করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এখনও এই দোলনার উদ্বোধন করা হয়নি বলে জানা গিয়েছে। আপাতত চলছে ট্রায়াল। এই দোলনা রোমাঞ্চকর হলেও নিরাপত্তা নিয়ে চিন্তায় প্রশাসন।
- Related topics -
- অন্যান্য
- ভ্রমণ
- দিঘা
- পশ্চিমবঙ্গ
- রাজ্য

