Indian Submarine | জার্মানি থেকে ৬টি সাবমেরিন কিনতে চলেছে ভারত, হবে কয়েক’শ কোটির ডলারের চুক্তি
Friday, October 25 2024, 9:55 am
Key Highlights
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে জার্মানির সঙ্গে কয়েক’শ কোটির ডলারের চুক্তি করতে চলেছে ভারত।
দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে জার্মানির সঙ্গে কয়েক’শ কোটির ডলারের চুক্তি করতে চলেছে ভারত। সূত্রের খবর, পি৭৫এল সাবমেরিন নিয়ে চুক্তি হতে পারে জার্মানি ও ভারতের। চলতি সপ্তাহেই ভারতে আসছেন জার্মান চান্সেলর ওলাফ স্কোলজ। তাঁর এই সফরে জার্মানির সঙ্গে সাবমেরিন সম্পর্কিত চুক্তি নিয়ে হতে পারে আলোচনা। বলা বাহুল্য, পি৭৫এল প্রায় ৪৩,০০০ কোটি টাকার প্রজেক্ট। এই চুক্তি করে ভারত ৬টি সাবমেরিন কেনার চেষ্টা করছে বলে খবর।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- ভারতীয় নৌবাহিনী
- সাবমেরিন
- জার্মান