Gen AI | সফ্টওয়্যার শিল্পক্ষেত্রের উৎপাদন ক্ষমতা ৪৩-৪৫ শতাংশ বাড়িয়ে দেবে জেনারেটিভ AI!

এই জেনারেটিভ AI আগামী পাঁচ বছরে ভারতের ২৫৪ বিলিয়ন US ডলার অঙ্কের সফ্টওয়্যার শিল্পক্ষেত্রের উৎপাদন ক্ষমতা ৪৩ থেকে ৪৫ শতাংশ হারে বাড়িয়ে দেবে।
ভারতে ক্রমেই বেড়ে চলেছে AI এর ব্যবহার। বিশেষ করে, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মধ্যে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। রিপোর্ট বলছে, ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির ৮৯ শতাংশ জেনারেটিভ AIর পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে।তাদের মধ্যে ৩৩ শতাংশ উৎপাদনও শুরু করে দিয়েছে। উপদেষ্টা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়া (E&Y) এর দাবি, এই জেনারেটিভ AI আগামী পাঁচ বছরে ভারতের ২৫৪ বিলিয়ন US ডলার অঙ্কের সফ্টওয়্যার শিল্পক্ষেত্রের উৎপাদন ক্ষমতা ৪৩ থেকে ৪৫ শতাংশ হারে বাড়িয়ে দেবে।