India’s GDP | মাত্র ১০ বছরে GDP বাড়লো দ্বিগুণ! জাপান-জার্মানিকে শীঘ্রই ছাপিয়ে যাবে ভারত!
Tuesday, March 25 2025, 4:40 am
Key Highlightsমাত্র ১০ বছরেই গ্রস ডমেস্টিক প্রোডাক্ট বা GDP দ্বিগুণ হয়ে গেল ভারতের।
GDPতে রেকর্ড গড়লো ভারত! মাত্র ১০ বছরেই গ্রস ডমেস্টিক প্রোডাক্ট বা GDP দ্বিগুণ হয়ে গেল ভারতের। আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্য অনুযায়ী, বিগত এক দশকে ভারতের GDPতে ৭৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ভারতের GDP ছিল ২.১ ট্রিলিয়ন ডলার, সেখানেই ২০২৫ সালে দেশের GDP দাঁড়িয়েছে ৪.৩ ট্রিলিয়ন ডলারে। মনে করা হচ্ছে, ২০২৫ সালেই জাপানকে টপকে যাবে ভারত। এমনকী, ২০২৭ সালের মধ্যে জার্মানির অর্থনীতিকেও ছাপিয়ে যেতে পারে ভারত।

