Hamas | শিকার পুরুষরাও! ইজরায়েলের পুরুষ পণবন্দিদের ধর্ষণের অভিযোগ সমকামী হামাস জঙ্গিদের বিরুদ্ধে!

Friday, February 7 2025, 10:56 am
highlightKey Highlights

শোনা যাচ্ছে ইজরায়েলের পুরুষ পণবন্দিদের ধর্ষণ করছেন হামাসের সমকামীরা।


গাজায় যৌন হেনস্থা, অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন অসংখ্য ইজরায়েলি মহিলা ও শিশুরা। কিন্তু এবার শোনা যাচ্ছে ইজরায়েলের পুরুষ পণবন্দিদের ধর্ষণ করছেন হামাসের সমকামীরা। এই ‘অপরাধে’ নিজেদের সদস্যদেরই কঠোর শাস্তি দিয়েছে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটি। ভয়ংকর অত্যাচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তদের। সূত্রে খবর,এই সমকামী সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে হামাসের শীর্ষ নেতারা। বলা বাহুল্য, গাজায় সমকামিতা বেআইনি।  সমকামিতা হামাসেরও নীতি বিরুদ্ধ। এহেন সম্পর্কে জড়ালে কয়েক বছরের কারাদণ্ড এমনকি ফাঁসির সাজাও দেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File