Adani | বিমান রক্ষণাবেক্ষণ ও সারাই ব্যবসাতেও প্রবেশ গৌতম আদানির সংস্থার
এবার বিমান রক্ষণাবেক্ষণ ও সারাই ব্যবসাতেও প্রবেশ করতে চলেছে গৌতম আদানির সংস্থা।
এবার বিমান রক্ষণাবেক্ষণ ও সারাই ব্যবসাতেও প্রবেশ করতে চলেছে গৌতম আদানির সংস্থা। জানা গিয়েছে, ভারতের বৃহত্তম বেসরকারি বিমান রক্ষণাবেক্ষণ ও সারাই (MRO) সংস্থা এয়ার ওয়ার্কসকে ৪০০ কোটি টাকায় অধিগ্রহণ করতে চুক্তি সই করেছে আদানি গ্রূপ। এর ফলে আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড (ADSTL) এয়ার ওয়ার্কসের ৮৫.৮ শতাংশ অংশীদারিত্বের মালিক হবে। উল্লেখ্য, ৩৫টি শহরে এয়ার ওয়ার্কসের ব্যবসা রয়েছে। পাশাপাশি বিশ্বের ২০টির বেশি দেশের বিমান পরিবহণ নিয়ামক সংস্থার অনুমোদিত সংস্থা এয়ার ওয়ার্কস।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আদানি
- বিমান