সেলিব্রিটি

অবশেষে বাগদান সেরে ফেললেন প্রাক্তন মিস ইন্ডিয়া বলিউড অভিনেত্রী গওহর খান !

অবশেষে  বাগদান সেরে ফেললেন প্রাক্তন মিস ইন্ডিয়া বলিউড অভিনেত্রী গওহর খান !
Key Highlights

বন্ধু জায়েদ দরবারের সঙ্গে আংটি বদল সারেন বলিউডের সুন্দরী অভিনেত্রী গওহর খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জায়েদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ছবি শেয়ার করেন অভিনেত্রী। শেষ পর্যন্ত বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে শিলমোহর বসালেন গওহর খান। । সম্প্রতি শোনা যায়, চলতি বছরের নভেম্বর মাসেই নাকি জায়েদ দরবারের সঙ্গে বিয়ে সারবেন গওহর খান। যা শুনে হেসে ফেলেন ইসমাইল দরবারের ছেলে। গওহর যে বিয়ে করবেন, তা জানতেন না তিনি বলে মন্তব্য করেন। এসবের মধ্যেই এবার প্রকাশ্যে এল জয়েদ দরবারের সঙ্গে গওহরের সম্পর্কের রসায়ন।