দেশ

বেআইনি মদ তৈরির কারখানায় তল্লাশি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন কনস্টেবল, আক্রান্ত পুলিশ

বেআইনি মদ তৈরির কারখানায় তল্লাশি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন কনস্টেবল, আক্রান্ত পুলিশ
Key Highlights

বেআইনি মদ তৈরির কারখানায় তল্লাশি করতে গিয়েছিল পুলিশ। সেখানে দুষ্কৃতীদের হাতে মৃত্যু হল এক কনস্টেবলের। মারাত্মক ভাবে জখম হলেন এক সাব ইনস্পেক্টর। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকাতে ঘটেছে এই ঘটনা। মৃত কনস্টেবলের নাম দেবেন্দ্র। আহত সাব ইনস্পেক্টর অশোক কুমার। ওই দু’জন পুলিশকর্মী মঙ্গলবার তল্লাশি অভিযানে যাওয়া পুলিশের দলেই ছিলেন। জানা গিয়েছে, তল্লাশিতে যেতেই পুলিশকর্মীদের উপর লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। বাকিরা কোনও মতে পালাতে পারলেও দেবেন্দ্র এবং অশোককে আটকে রেখে মারধর করে অভিযুক্তরা। খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী।