Ganga Sagar | ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’- মকর সংক্রান্তিতে সাগরের জলে পুণ্যডুব ভক্তদের
Wednesday, January 14 2026, 3:13 am

Key Highlightsভোর থেকে শুরু হওয়া এই শাহিস্নানকে কেন্দ্র করে সাগরতটে এখন শুধুই জনসমুদ্র।
পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে শাহিস্নান চলছে গঙ্গাসাগরে। হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করেই ভোর থেকে সাগরের জলে পুণ্যডুব দিচ্ছেন ভক্তরা। তিল ধারণের জায়গা নেই কপিল মুনির আশ্রম চত্বরেও। মেলা উপলক্ষ্যে ওই চত্বরে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও ভলান্টিয়র। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে। জলপথে নিরন্তর টহল দিচ্ছে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী। মকর সংক্রান্তি উপলক্ষে ঘাটালের শিলাবতী নদীর ঘাটেও উপচে পড়েছে ভিড়। সঙ্গে টুসু ঠাকুর নিয়েও হাজির অনেকে।
- Related topics -
- রাজ্য
- পুজো ও উৎসব
- গঙ্গাসাগর মেলা
- পৌষমেলা
- মকর সংক্রান্তি
- ঘাটাল
- পশ্চিমবঙ্গ


