Chinsurah | ধসে যাচ্ছে গঙ্গার পার, ফাটল ধরছে কংক্রিটের দেওয়ালে! নতুন আতঙ্ক হুগলির চুঁচুড়ায়!
Wednesday, August 6 2025, 1:33 pm
Key Highlightsধসে যাচ্ছে গঙ্গার আশেপাশের এলাকা। নতুন আতঙ্ক হুগলির চুঁচুড়ায়।
ধসে যাচ্ছে গঙ্গার আশেপাশের এলাকা। নতুন আতঙ্ক হুগলির চুঁচুড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চুঁচুড়া রূপনগর টেনিস গ্রাউন্ড কাছেই গঙ্গার পাড়ে তৈরি হয়েছে একটি পার্ক। সেখানে বিকেল, সন্ধ্যেতে বহু লোকজনই আসেন। কিন্তু গত ২ দিন ধরেই ওই পার্কের আশেপাশে এলাকার মাটি বসে যাচ্ছে। এমনকি ফাটল ধরেছে কংক্রিটের দেওয়ালেও। ইতিমধ্যে খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন চুঁচুড়া পুরসভার র্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ। তাঁর আশ্বাস, পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হুগলি
- গঙ্গা নদী

