Siddharth Mallya | ছেলের বিয়েতে 'পলাতক' বাবা বিজয় মালিয়া! 'বিশেষ' অতিথি আরেক 'আর্থিক প্রতারক' ললিত মোদী!
Monday, June 24 2024, 12:14 pm

প্রেমিকা জসমিনের সঙ্গে ক্রিশ্চান রীতি ইংল্যান্ডে মেনে বিয়ে সারলেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া।
প্রেমিকা জসমিনের সঙ্গে ক্রিশ্চান রীতি ইংল্যান্ডে মেনে বিয়ে সারলেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। আর সেই বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল। কারণ সেখানে দেখা মিললো পলাতক, ঋণখেলাপী ব্যবসায়ী বিজয় মালিয়ার পাশাপাশি ললিত মোদীরও! উল্লেখ্য, ৬৮ বছর বয়সী বিজয় মালিয়া ৯০০ কোটি টাকারও বেশি ঋণ জালিয়াতির মামলায় অভিযুক্ত, যার তদন্ত করছে ইডি এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অপরদিকে ললিত মোদীও কর ফাঁকি,আর্থিক প্রতারণ- সহ অন্যান্য মামলায় অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ভারত
- আর্থিক প্রতারণা
- প্রতারণা