FSDL-AIFF | কিস্তির টাকা দেয়নি FSDL,আর্থিক সংকটে ভারতীয় ফুটবল ফেডারেশন!
Monday, June 16 2025, 12:08 pm
Key Highlightsবছরের দ্বিতীয় কিস্তির টাকা, এপ্রিল মাসে দেওয়ার কথা থাকলেও তা এখনও পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনকে তা দেয়নি ISL এর সংগঠক FSDL।
আর্থিক সমস্যায় ভারতীয় ফুটবল ফেডারেশন। বছরের দ্বিতীয় কিস্তির টাকা, এপ্রিল মাসে দেওয়ার কথা থাকলেও তা এখনও পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনকে তা দেয়নি ISL এর সংগঠক FSDL। চুক্তিমতো পরের কিস্তির টাকা দেওয়ার কথা আগস্টে। কার্যত ফেডারেশনের আর্থিক সমস্যা মেটাতে এখন সেই দিকেই তাকিয়ে আছেন ফেডারেশন কর্তারা। আগস্ট মাসে একসঙ্গে দুটি কিস্তির টাকা পাওয়া না গেলে, অর্থাৎ FSDL এর তরফে পর পর দুটো কিস্তির টাকা না এলে আর্থিক সমস্যার মধ্যে থাকা ফেডারেশনের অনেক কাজ থমকে যাবে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- আইএসএল

