দেশপ্রয়াত এনএসজির প্রাক্তন প্রধান জেকে দত্ত (আইপিএস)
হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর প্রাক্তন প্রধান, সেনা অফিসার জেকে দত্ত। পরিবার সূত্রে খবর, মৃত্যুকালে তাঁর কিছু করোনা সংক্রান্ত জটিলতা ছিল। তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ,৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।তিনি ২৬/১১-র মুম্বইয়ে জঙ্গি হামলার সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭১ সালের বেঙ্গল ব্যাচের ক্যাডেটের এই আইপিএস অফিসার সিবিআই-এর বিভিন্ন পদে থাকা ছাড়াও পুলিশ মেডেল গ্যালান্ট্রি পুরষ্কার, রাষ্ট্রপতির পুলিশ মেডেল পেয়েছিলেন।