রাজ্যে ‘পাড়ার শিক্ষালয়’ চালুর নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
‘পাড়ার শিক্ষালয়’ প্রকল্প কাদের উদ্দেশ্যে খোলা হচ্ছে? কী শেখানো হবে? এবং কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প তা জেনে নেওয়া যাক
করোনাকালে দীর্ঘ দু’বছরের কাছাকাছি সময় ধরে বন্ধ রয়েছে স্কুলের পঠনপাঠন। এই পরিস্থিতিতে শিক্ষালয় থেকে দূরে থাকার কারণে, সহপাঠীদের সঙ্গে দেখা না হওয়ার কারণে শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। এমতবস্থায় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর কর্তৃক নতুন একটি প্রকল্প পাড়ায় শিক্ষালয়-এর উদ্বোধন করা হল।
কারা, কিভাবে, কবে থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়, জানালেন শিক্ষামন্ত্রী
গত সোমবার এই নয়া প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রকল্পের নাম দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের উদ্বোধনে জানানো হয়, আগামী ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে এই প্রকল্পের মধ্য দিয়ে পড়ুয়াদের শিক্ষা দান করা হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় পঠন-পাঠন করবে। এই প্রকল্পের মধ্য দিয়ে শিশুদের মানসিক বিকাশ, সামাজিক মেলামেশা, শরীরচর্চা, স্বাস্থ্যশিক্ষার পাশাপাশি সংখ্যা চেনানো, অক্ষরজ্ঞানের মতো বিষয়গুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, মনোসামাজিক সহায়তা প্রদান, স্বাস্থ্য ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বৃদ্ধি করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পড়াশোনা ও সংখ্যা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড (গান, নাচ, আবৃত্তি ইত্যাদি) শেখানো, শিল্প-নৈপুণ্যে দক্ষতা বৃদ্ধি করা এবং শারীরিক নৈপুণ্যের উপর জোর দেওয়া হবে।