EPFO | এবার থেকে তোলা যাবে পিএফ-এ জমানো ১০০ শতাংশ টাকা! বদল হলো একাধিক নিয়ম!

Tuesday, October 14 2025, 2:16 am
EPFO | এবার থেকে তোলা যাবে পিএফ-এ জমানো ১০০ শতাংশ টাকা! বদল হলো একাধিক নিয়ম!
highlightKey Highlights

ইপিএফও সংক্রান্ত নানা পরিষেবাকে আরও আধুনিক ও সরলীকরণ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।


 ইপিএফও সংক্রান্ত নানা পরিষেবাকে আরও আধুনিক ও সরলীকরণ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এবার থেকে পিএফ এ জমানো ১০০ শতাংশ টাকাই তুলতে পারবেন সদস্যরা। এছাড়াও ১৩টি পুরনো নিয়মকে একত্রিত করে গোটা প্রক্রিয়ার সরলীকরণের পাশাপাশি, পড়াশোনার জন্য ১০ বার সম্পূর্ণ টাকা তোলার সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়াও এবার থেকে কেউ যদি ১২ মাস বা এক বছর ইপিএফওর সদস্য থাকেন, তা হলেই ১২ মাস ১ দিন থেকে প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File