আন্তর্জাতিক

ISI । দেশের যে কোনও মানুষের ফোনে আড়িপাততে পারবে আইএসআই! রইলো না গোপনীয়তার অধিকার!

ISI । দেশের যে কোনও মানুষের ফোনে আড়িপাততে পারবে আইএসআই! রইলো না গোপনীয়তার অধিকার!
Key Highlights

আইএসআইকে আরও ক্ষমতা দিল পাক সরকার। এবার থেকে দেশের যে কোনও মানুষের ফোনে আড়িপাততে পারবে আইএসআই।

 আইএসআইকে আরও ক্ষমতা দিল পাক সরকার। এবার থেকে দেশের যে কোনও মানুষের ফোনে আড়িপাততে পারবে আইএসআই। যারফলে স্বাভাবিকভাবেই মানুষের গোপনীয়তার অধিকার আর রইল না।এই দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রক পাকিস্তান টেলিযোগাযোগ আইন ১৯৯৬-এর অধীনে আইএসআইকে এই ক্ষমতা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং কোনও অপরাধের সন্দেহ হলে তারা ফোন কল ট্রেস বা আড়িপাততে পারবেন। জানা গিয়েছে,জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিপরিষদে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।