Indian Railway | ১লা জানুয়ারি থেকে বদলাচ্ছে একাধিক লোকাল ট্রেনের সময়, বাড়ছে রুট!

১ জানুয়ারি থেকে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন ও লোকাল ট্রেনের সময়, ফ্রিকোয়েন্সি, রুটে বেশ কিছু বদল আসছে।
১ জানুয়ারি থেকে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন ও লোকাল ট্রেনের সময়, ফ্রিকোয়েন্সি, রুটে বেশ কিছু বদল আসছে। ১লা জানুয়ারি থেকে হাওড়া-আরামবাগ, হাওড়া-তারকেশ্বর, আরামবাগ-হাওড়া, তারকেশ্বর-হাওড়াগামী একাধিক লোকাল ট্রেন হুগলির গোঘাট পর্যন্ত যাবে। 31635 শিয়ালদহ-রানাঘাট যাবে শান্তিপুর পর্যন্ত। 30113 বিবাদী বাগ-ব্যারাকপুর, 31242 ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল যাবে কল্যাণী পর্যন্ত। 33318 হাসনাবাদ-বারাসত, 33321 বারাসত-হাসনাবাদ ১ তারিখ থেকে প্রতিদিন চলবে। 31223 শিয়ালদহ ব্যারাকপুর, 30116 ব্যারাকপুর-বিবাদী বাগ, 30113 বিবাদীবাগ-ব্যারাকপুর, 31242 ব্যারাকপুর-শিয়ালদহ এবার থেকে সপ্তাহে ৬ দিন চলবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- লোকাল ট্রেন
- ট্রেন
