Rules From 1st August | রান্নার গ্যাস থেকে শুরু করে ক্রেডিট কার্ডের লেনদেন, গুগল ম্যাপ-একাধিক ক্ষেত্রে নিয়ম বদল ১লা আগস্ট থেকে
প্রতি মাসের মতোই আগষ্ট মাসের ১তারিখ থেকে বেশ কিছু নিয়মে বদল আসবে।
প্রতি মাসের মতোই আগষ্ট মাসের ১তারিখ থেকে বেশ কিছু নিয়মে বদল আসবে। যেমন- ১ তারিখ সকাল ৬টা থেকে সংশোধিত মূল্যে কিনতে হবে রান্নার গ্যাস। বিমানে যে জ্বালানি ব্যবহৃত হয়, তার নতুন রেট প্রকাশ করতে পারে সরকার। ১ অগাস্ট থেকে ক্রেডিট কার্ডের প্রতি লেনদেনে ১ শতাংশ চার্জ আরোপ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নয়া মাস থেকে গুগল ম্যাপ ব্যবহারের ক্ষেত্রে কমছে চার্জ। যা সারা ভারতে কার্যকর হবে বলে ঘোষণা করেছে মার্কিন টেক জায়েন্ট সংস্থা।
- Related topics -
- দেশ
- ভারত
- এলপিজি
- রান্নার গ্যাস
- ক্রেডিট কার্ড