Bharuch | খুন করে ৯টি জায়গায় দেহাংশ ছড়ালো বন্ধু! মহিলার ছদ্মবেশ ধারণ করেও হলো না রক্ষা!

Friday, April 4 2025, 9:26 am
highlightKey Highlights

দেহ টুকরো করে ভারুচের মোট ন’টি জায়গায় দেহাংশ ফেলে শৈলেন্দ্র।


খুন করে দেহ টুকরো করে ন’টি আলাদা আলাদা জায়গায় ফেললো বন্ধু! এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ভারুচে। অভিযুক্ত শৈলেন্দ্র চৌহানের থেকে বেশ কিছু টাকা ধার করেছিলেন তার বন্ধু সচিন চৌহান। কিন্তু টাকা ফেরত চাওয়ায় শৈলেন্দ্রর স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দিচ্ছিলেন সচিন। সেই রাগ থেকেই তাকে খুন করে শৈলেন্দ্র। এরপর দেহ টুকরো করে ভারুচের মোট ন’টি জায়গায় দেহাংশ ফেলে শৈলেন্দ্র। এমনকি পুলিশের হাত থেকে বাঁচাতে তিনি এক মহিলার ছদ্মবেশ নিয়ে, গাউন পরে স্কুটিতে চেপে দেহাংশ ফেলে অভিযুক্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File