Emmanuel Macron | সকলের সামনে বউয়ের হাতে 'চড়' খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট! নেপথ্যে ইমানুয়েল-ব্রিজিটের দাম্পত্য কলহ?

Monday, May 26 2025, 1:57 pm
Emmanuel Macron | সকলের সামনে বউয়ের হাতে 'চড়' খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট! নেপথ্যে ইমানুয়েল-ব্রিজিটের দাম্পত্য কলহ?
highlightKey Highlights

যদিও সব জল্পনায় জল ঢেলে ফরাসি প্রেসিডেন্ট জানান, গোটা ঘটনাই মজা, মাঝেমধ্যেই তাঁরা যেমন মজা করেন, সেটাই করছিলেন।


কী কারণে স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ? সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছানোর পরে প্রেসিডেন্টের বিমানের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আচমকাই লাল পোশাক পরা একজনের দুটো হাত ম্যাক্রোঁর মুখে আছড়ে পড়ে। হতচকিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে হাত নাড়িয়ে বাইরে বেরিয়ে আসেন ফরাসি প্রেসিডেন্ট ও লাল পোশাক পরা প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিট। যদিও সব জল্পনায় জল ঢেলে ফরাসি প্রেসিডেন্ট জানান, গোটা ঘটনাই মজা, মাঝেমধ্যেই তাঁরা যেমন মজা করেন, সেটাই করছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File