বিনামূল্যে নেটফ্লিক্স! অনলাইনে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব, নেটফ্লিক্সের সমস্ত সিনেমা দেখুন ফ্রিতে।
Friday, November 20 2020, 11:59 am
Key Highlightsডিসেম্বরের প্রথম সপ্তাহতেই হাতের মুঠোয় আসছে মহাসুযোগ।নেটফ্লিক্সে অগণিত সিনেমা দেখুন নিখরচায়। নিখরচায় কীভাবে দেখবেন সিনেমা? অবশ্যই ডাউনলোড করুন Netflix অ্যাপ। অ্যাকাউন্ট খুলুন। নেটফ্লিক্সের ভান্ডার দুদিনের জন্য সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করা হল বলে জানাচ্ছেন নেটফ্লিক্স ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল। ৫ ডিসেম্বর থেকে শুরু চলচ্চিত্র উৎসব। অনলাইনেই শুরু হতে চলেছে ফ্লিম ফেস্টিভ্যাল। নাম স্ট্রিমফেস্ট। ৬ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত ফ্রি'তে সিনেমার দেখার সুযোগ।
- Related topics -
- বিনোদন
- নেটফ্লিক্স
- চলচ্চিত্র উৎসব
- স্ট্রিমফেস্ট
- মনিকা শেরগিল

