FIFA suspends Pakistan | 'স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচন করতে হবে', সুপারিশ না মানায় পাক ফুটবলকে নির্বাসন দিলো FIFA

Friday, February 7 2025, 3:42 am
highlightKey Highlights

আরও একবার পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। যতদিন না ফিফার সমস্ত সুপারিশ মেনে নেওয়া হবে পাক ফুটবলের সংবিধানে, ততদিন তাঁদের নির্বাসিত থাকতে হবে।


পাকিস্তানের সংবিধানে কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল FIFA। না মানায় অনির্দিষ্টকালের জন্য পাক ফুটবল সংস্থাকে নির্বাসিত করলো FIFA। সাম্প্রতিক সময়ে একাধিকবার পাক সংবিধানে স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচনের বিষয়টা যোগ করতে ফিফার তরফে আবেদন করা হয়। তবে তা মানেনি পাকিস্তান ফুটবল ফেডারেশন। এর জেরেই এই নির্বাসন। ফলে অনির্দিষ্টকালের জন্য পাকিস্তানের কোনো ফুটবল ক্লাব আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। ২০২১এও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে পাক ফুটবল নির্বাসিত হয়েছিল। তারপরেই বানানো হয় নতুন ফেডারেশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File