Howrah | হাওড়ায় চলন্ত চারচাকা গাড়িতে আগুন! কোনোমতে প্রাণে বাঁচলেন যাত্রীরা
Friday, June 6 2025, 6:02 pm
Key Highlightsহাওড়ায় চলন্ত চারচাকা গাড়িতে অগ্নিকাণ্ড। শুক্রবার ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে।
হাওড়ায় ভয়ঙ্কর অগ্নিকান্ড। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ৫ জন যাত্রী নিয়ে গাড়িটি কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এগরায় দিকে যাচ্ছিল। উলুবেড়িয়া নিমদিঘি মোড়ের কাছে আসার পরেই হঠাৎই চলন্ত গাড়িতে আগুন লাগে। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। আগুন লেগে জ্বলে যায় সম্পূর্ণ গাড়িটি। দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- হাওড়া
- পুলিশ প্রশাসন
- গাড়ি দুর্ঘটনা

