রেল টিকিটের দালালচক্রে গ্রেফতার ৪, বাজেয়াপ্ত প্রায় এক লাখ চার হাজার টাকার ৭৮ টি টিকিট
Thursday, June 24 2021, 10:43 am
Key Highlightsঅবৈধ ভাবে রেল টিকিট বিক্রি করায় অবশেষে রেলের অপরাধদমন শাখার হাতে ধরা পড়ল রেল টিকিটের দালালচক্রের চার জন অপরাধী। জানা যাচ্ছে গত মঙ্গলবার আসানসোল ডিভিশনের আরপিএফের একটি বিশেষ দল পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় হানা দিয়ে গ্রেফতার করে ওই চারজন অভিযুক্তদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় এক লাখ চার হাজার টাকা অর্থমূল্যের ৭৮ টি টিকিট। আসানসোল ডিভিশনে সিনিয়র সিকিউরিটি কমিশনার চন্দ্রমোহন মিশ্র এই প্রসঙ্গে বলেন, 'গত ফেব্রুয়ারিতেও আমরা লক্ষাধিক টাকার টিকিট বিক্রির অভিযোগে ছ'জনকে গ্রেফতার করেছিলাম। বাজেয়াপ্ত করা হয়েছিল সেই টিকিট। তখনও দেখেছিলাম, অধিকাংশ টিকিট ছিল পর্যটনস্থলের।'