রাজ্য

Local Train | হাওড়া ব্যান্ডেল শাখায় ৪২ দিন বাতিল ৩০ জোড়া লোকাল রেল! ভোগান্তি কমাতে স্পেশ্যাল ট্রেন চালানোর পরিকল্পনা

Local Train | হাওড়া ব্যান্ডেল শাখায় ৪২ দিন বাতিল ৩০ জোড়া লোকাল রেল! ভোগান্তি কমাতে স্পেশ্যাল ট্রেন চালানোর পরিকল্পনা
Key Highlights

হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যে আপ ও ডাউনে আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে চার জোড়া স্পেশ্যাল ট্রেন।

পশ্চিমবঙ্গে রোজ অসংখ্য মানুষ ট্রেনের ভরসায় যাতায়াত করেন। তবে সম্প্রতি লিলুয়া ও হাওড়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের কাজের জন্য প্রায় ৩০ জোড়া লোকাল ট্রেনসহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। হাওড়া ব্যান্ডেল শাখায় ৪২ দিন ৩০ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকছে। স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়েছেন আম জনতা। তবে এরই মধ্যে ভালো খবর শোনালো রেল। হাওড়া ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যে আপ ও ডাউনে আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে চার জোড়া স্পেশ্যাল ট্রেন।