Train Withdraw | অতিরিক্ত ভিড়ের কারণে আর বিধাননগর স্টেশনে দাড়াবেনা এক্সপ্রেস ট্রেনগুলি! দেখে নিন তালিকা
Saturday, October 25 2025, 3:05 pm
Key Highlightsযাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণে বিধাননগর রোড স্টেশনে চার জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হলো।
বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল/এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হচ্ছে। ট্রেনগুলি হলো 13153 শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13154 মালদা টাউন-শিয়ালদহ গৌড়এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13149 শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13150 আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13185 শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13186 জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে)।
- Related topics -
- শহর কলকাতা
- বিধাননগর
- শিয়ালদহ স্টেশন
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন বাতিল
- শতাব্দী এক্সপ্রেস

