Salboni | শালবনিতে ১৬ হাজার কোটির তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস, সোমে মেদিনীপুর পৌঁছেচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামী সোমবার শালবনি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, জিন্দাল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে পশ্চিম মেদিনীপুরে পা রাখতে চলেছেন তিনি।
এবছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনিতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গঠনের কথা জানিয়েছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। আগামী মঙ্গলবার শালবনিতে দমকল, তাপবিদ্যুৎ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। এই উদ্দেশ্যে ২১ এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ওদিন সেখানকার সার্কিট হাউসে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। পরদিন শালবনিতে ৮০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মেদিনীপুর
- মমতা ব্যানার্জী