প্রয়াত পঞ্চাশ ও ষাটের দশকে ভারতীয় ডেভিস কাপের প্রাক্তন সদস্য, টেনিস কিংবদন্তি আখতার আলি
Sunday, February 7 2021, 10:06 am
Key Highlightsপ্রয়াত টেনিস কিংবদন্তি আখতার আলি। বয়স হয়েছিল ৮১। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায়। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ের বাড়িতে যান তিনি। গভীর রাতে মৃত্যু হয় তাঁর।পঞ্চাশ ও ষাটের দশকে ভারতীয় ডেভিস কাপের নিয়মিত সদস্য ছিলেন কলকাতার ছেলে আখতার আলি। ডেভিস কাপে ভারতের হয়ে খেলতে নেবে ৯-২ জয়, পরাজয়ের নজির রয়েছে তাঁর ঝুলিতে। ভারতের হয়ে সিঙ্গলস ও ডাবলস দুই ফর্ম্যাটেই স্বচ্ছন্দ ব্যাপ্তি ছিল আখতার আলির। রমানাথন কৃষ্ণণ, নরেশ কুমার, প্রেমজিৎ লাল, জয়দীপ মুখোপাধ্যায়ের মতো ভারতের অপর টেনিস নক্ষত্রদের সঙ্গেও খেলেছেন তিনি।