যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা পাশে এসে দাঁড়ালেন ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের

Saturday, February 13 2021, 8:00 am
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা পাশে এসে দাঁড়ালেন ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের
highlightKey Highlights

ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। প্রথম ধাপে আগামী পয়লা বৈশাখে তাঁরা পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেবেন। প্রাক্তনীদের পরিকল্পনা রয়েছে ৫০০টি বাড়ি তৈরি করে দেওয়ার। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে উপাচার্য সুরঞ্জন দাস প্রাক্তনীদের ওই উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের চার প্রাক্তনী প্রথম এই বিষয়ে উদ্যোগী হন। এর পরে কাজএগিয়েছে। উপাচার্য বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সব রকম সাহায্য করা হবে।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File