TK Chathunni । প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি! চাত্তুনির কোচিংয়ে প্রথমবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান!

Wednesday, June 12 2024, 6:17 am
TK Chathunni । প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি! চাত্তুনির কোচিংয়ে প্রথমবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান!
highlightKey Highlights

ফুটবল জগতে নক্ষত্রপতন। প্রয়াত মোহনবাগানের জাতীয় লিগজয়ী কোচ টিকে চাত্তুনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে ভুগছিলেন মারণ রোগ ক্যান্সারে।


ফুটবল জগতে নক্ষত্রপতন। প্রয়াত মোহনবাগানের জাতীয় লিগজয়ী কোচ টিকে চাত্তুনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে ভুগছিলেন মারণ রোগ ক্যান্সারে। ১৯৯৭-৯৮ মরশুমে টিকে চাত্তুনি দায়িত্ব নিয়েছিলেন মোহনবাগানের। এরপরই বাগানকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করেছিলেন কেরালাইট এই কোচ। অমল দত্তর জায়গাতেই সালগাওকর থেকে চাত্তুনিকে কোচ করে আনা হয়েছিল সবুজ-মেরুনে। উল্লেখ্য, চাত্তুনির কোচিংয়ে প্রথমবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। বুধবার ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সবুজ-মেরুন দলের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File