Prajwal Revanna | পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বল রেভান্না!
Friday, August 1 2025, 10:50 am

পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত কর্নাটকের প্রাক্তন JDS সাংসদ প্রজ্জ্বল রেভান্না তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি।
পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত কর্নাটকের প্রাক্তন JDS সাংসদ প্রজ্জ্বল রেভান্না তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি। ২০২১ সালের কোভিড লকডাউনের সময় থেকে রেভান্নার পরিবারের মালিকানাধীন ফার্ম হাউসের এক পরিচারিকা প্রজ্জ্বলের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ তোলেন। এমনকি অত্যাচারের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করা হয়। পরে ওই মহিলা চাকরি ছেড়ে দেওয়ায় সেই ভিডিও ভাইরাল হয়। এরপরই ২০২৪ প্রজ্জ্বলকে গ্রেফতার করা হয় এবং অবশেষে আজ বেঙ্গালুরুর একটি স্পেশাল আদালত রেভান্নাকে দোষী সাব্যস্ত করে।