দেশ

Krishnaswamy Kasturirangan | প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কে কস্তুরীরঙ্গন!

Krishnaswamy Kasturirangan | প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কে কস্তুরীরঙ্গন!
Key Highlights

Krishnaswamy Kasturirangan | প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কে কস্তুরীরঙ্গন!

প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কে কস্তুরীরঙ্গন। জানা গিয়েছে, শুক্রবার নিজের বেঙ্গালুরুর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ১৯৯৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইসরোর পঞ্চম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ডঃ কস্তুরীরঙ্গন। ৯ বছরেরও বেশি সময় ধরে ইসরোর মহাকাশ কমিশন এবং মহাকাশ বিভাগে নেতৃত্বও দিয়েছেন তিনি। এমনকি কস্তুরীরঙ্গনই ভারতের প্রথম পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ভাস্কর ১ এবং ২ এর প্রকল্প ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।