ICC Hall of Fame | আইসিসির 'Hall of Fame'এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার নীতু ডেভিড

Wednesday, October 16 2024, 5:54 pm
ICC Hall of Fame | আইসিসির 'Hall of Fame'এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার নীতু ডেভিড
highlightKey Highlights

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে তিন ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভূক্ত করার কথা ঘোষণা করা হয়।


ভারতের ক্রিকেট জগতে সাফল্য। আইসিসির 'হল অফ ফেম' এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার নীতু ডেভিড (Neetu David)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে তিন ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভূক্ত করার কথা ঘোষণা করা হয়। ১৯৯৫ সালে ৭ ফেব্রুয়ারি নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় নীতুর। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার হয়ে শেষবার টেস্ট খেলতে নামেন তিনি। ভারতের নীতু ছাড়া এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক ও প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডি'ভিলিয়র্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File