দেশ

Satya Pal Malik | প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক!

Satya Pal Malik | প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক!
Key Highlights

প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছিলেন তিনি।

প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার ৭৯ বছর বয়সে দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, ২০০৪ সালে বিজেপিতে যোগদানের আগে তিনি কংগ্রেস এবং ভিপি সিংয়ের নেতৃত্বাধীন জনতা দল সহ বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করেছেন। এরপর ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে এবং ২০২২ সাল পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন সত্যপাল মালিক।