VS Achuthanandan | প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম-র অন্যতম প্রতিষ্ঠাতা ভিএস অচুত্যানন্দন!

Monday, July 21 2025, 11:55 am
highlightKey Highlights

শতবর্ষ পেরিয়ে প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম এর অন্যতম প্রতিষ্ঠাতা ভিএস অচুত্যানন্দন।


শতবর্ষ পেরিয়ে প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম এর অন্যতম প্রতিষ্ঠাতা ভিএস অচুত্যানন্দন। সোমবার কেরালা একটি হাসপাতালে ১০১ বছর বয়সে প্রয়াত হন তিনি। মাসখানেক আগে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ভিএস অচুত্যানন্দন। শ্রমিক অধিকার, জমি সংস্কার এবং সামাজিক ন্যায় নিয়ে দীর্ঘদিন কাজ করেছিলেন তিনি। ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত কেরালার মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। ছিলেন কেরালার বিধানসভায় সাত বারের সদস্যও। বিরোধী দলনেতা হিসেবে ৩ মেয়াদে দায়িত্ব পালন করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File