Bhaichung Bhutia | আলোচনা না করেই জাতীয় দলের কোচ নিয়োগ! ক্ষোভে টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দিলেন বাইচুং ভুটিয়া!
Sunday, July 21 2024, 4:56 am
Key Highlightsক্ষোভে টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দিলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
ক্ষোভে টেকনিক্যাল কমিটি থেকে ইস্তফা দিলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানা গিয়েছে, জাতীয় দলের কোচ নিয়োগ হলেও টেকনিক্যাল কমিটির সঙ্গে কোনওরকম আলোচনাই করেনি AIFF। যার ফলে ইস্তফা দিলেন বাইচুং। এই কমিটিতেই আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ার মতো কিংবদন্তিরা আছেন। সমস্যা হল, শনিবার এক্সিকিউটিভ কমিটিতে কোচ হিসাবে মানোলো মার্কেজের নাম জানিয়ে দেওয়া হলেও, তার আগে টেকনিক্যাল কমিটিতে কোনওরকম আলোচনাই করা হয়নি।

