রাজ্য

Forest Department | হাতি শুমারি-তে মাথায় হাত বনদপ্তরের, উধাও প্রায় সাড়ে সাত হাজার হাতি!

Forest Department | হাতি শুমারি-তে মাথায় হাত বনদপ্তরের, উধাও প্রায় সাড়ে সাত হাজার হাতি!
Key Highlights

দেশব্যাপী সমীক্ষার রিপোর্ট বলছে, দেশে গত সাত–আট বছরে প্রায় সাড়ে সাত হাজার হাতি কমেছে!

বুধবার দেরাদুনের ‘ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’র তরফে ২০২১–২০২৫ সময়কালে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে দেশব্যাপী হাতি শুমারি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, জঙ্গল এলাকায় বর্তমানে হাতির সংখ্যা ২২,৫১৪টি। ২০১৭ সালের হাতি শুমারিতে দেশে এশিয়াটিক এলিফ্যান্টের সংখ্যা ছিল ২৯,৯৬৪। অর্থাৎ গত আট বছরে প্রায় সাড়ে সাত হাজার হাতি কমেছে দেশে! ২০১৭সালে জঙ্গলমহলের জেলাগুলোর অরণ্যে ১৯৪টি হাতি থাকার কথা বলা হয়। এবারের সমীক্ষায় সেই সংখ্যাটা দাঁড়িয়েছে মাত্র ৩১টিতে! তবে উত্তরবঙ্গে হাতির সংখ্যা বেড়েছে।