দেশ

Forest Department | জঙ্গলে পিকনিকের ওপর নিষেধাজ্ঞা বন দপ্তরের, ফরেস্ট রক্ষায় ক্যাম্প করবে পুলিশ

Forest Department | জঙ্গলে পিকনিকের ওপর নিষেধাজ্ঞা বন দপ্তরের, ফরেস্ট রক্ষায় ক্যাম্প করবে পুলিশ
Key Highlights

জঙ্গলের পিকনিক স্পটগুলিতে বন দপ্তর ও পুলিশ যৌথ ভাবে ক্যাম্প করে নজরদারি চালাবে।

শীত পড়লেই প্রত্যেকটা বনে পিকনিকের ভিড় উপচে পড়ে। অভিযোগ, তারস্বরে ডিজে বাজানোর ফলে জীবজন্তুরা সমস্যায় পড়ে। পাশাপাশি অপরিষ্কার হয়ে যায় জঙ্গল। গতবছরের মতো এবছরও নিজেদের অধীনে থাকা জঙ্গলে পিকনিকের উপর নিষেধাজ্ঞা জারি করল বন দপ্তর। পিকনিক নিষেধাজ্ঞার পোস্টার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। করা হচ্ছে মাইকিংও। জঙ্গলের পিকনিক স্পটগুলিতে বন দপ্তর ও পুলিশ যৌথ ভাবে ক্যাম্প করে নজরদারি চালাবে। নজরে রয়েছে বালুরঘাটের ডাঙ্গা ও দোগাছি ফরেস্ট, তপনের পাহাড়পুর ও গোফানগর ফরেস্ট, কুমারগঞ্জের কুমারগঞ্জ ফরেস্ট।